
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামে, ওয়ারুক উত্তর-পশ্চিম পাড়া ছাত্র যুব সমাজের উদ্যোগে, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ১৫তম বার্ষিক ইসলামী সুন্নী মহা সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ওয়ারুক ঈদগাহ মাঠে বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত দেশের বরেণ্য আলেমগণ বয়ান পেশ করেন।
মাহফিল শুরুর পূর্বে ওয়ারুক গ্রামের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় কবরস্থানে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
মহা সম্মেলনে সভাপতিত্ব করেন মাছিহাতা দরবার শরীফের পীর, শাহ সূফি ফখরুল ইসলাম সিদ্দিকী।
আমন্ত্রিত পীর মাশায়েখ হিসেবে উপস্থিত ছিলেন টিয়ারা কুতুবিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ ইলিয়াছ এবং ওয়ারুক খালেকিয়া হামিদিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হামিদুল হক ওয়ারুকী।
প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া।
মাহফিলের প্রধান আকর্ষণ ছিলেন হযরত মাওলানা ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী।
বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন জালালী, মুফতি আনোয়ার হোসাইন এবং হাফেজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম নূরী।
মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি মেরাজুল হক হামিদী।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিনিধি 








