
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পূর্ব অঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সংগঠন আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর আয়োজনে, শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১১টায় ওয়ারুক খেলার মাঠে এক জমজমাট প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
আলোকিত নূরনগর সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ হোসাইন ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রিফাত এর পরিচালনায়, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হযরত মাওলানা মুফতি রায়হান উদ্দিন রব্বানী। খেলার শুভ উদ্বোধন করেন সৌদি আরব প্রবাসী মোঃ বিল্লাল খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পারভেজ আহাম্মেদ জয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী আফসারুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী এস এম সোহাগ, সিঙ্গাপুর প্রবাসী এস এ আফসার, সৌদি আরব প্রবাসী আশিকুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য এহসানুল হক সুজন, ইমাম হোসাইন, নাজমুল হাসান, সিনিয়র সহ-সভাপতি সুমন আহমেদ রাজু সহ আরও অনেকে।
খেলায় সভাপতি প্যানেল একাদশ বনাম সাধারণ সম্পাদক প্যানেল একাদশ অংশগ্রহণ করে। টসে জিতে সভাপতি প্যানেল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং ১২ ওভারে ১০৬ রান সংগ্রহ করে।
জবাবে সাধারণ সম্পাদক প্যানেল ০৯ ওভারে ১০৮ রান করে বিজয় নিশ্চিত করে এবং চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।
পরে অতিথিবৃন্দ রানার্সআপ ও চ্যাম্পিয়ন উভয় দলের হাতে ট্রফি তুলে দেন।

নিজস্ব প্রতিনিধি 













