
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে মোঃ আলমগীর হোসেন (৬০) নামের এক বৃদ্ধের।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে রবিবার ২৮ ডিসেম্বর রাতে, উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায়, নিহত আলমগীরের নিজ বাড়িতে।
তিনি গুড়িগ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাতে হঠাৎ ঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও, ঘরের ভেতর আটকে পড়া আলমগীরকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া না গেলেও, ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান—
নিহতের পরিবারকে সার্বিক খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিজস্ব প্রতিনিধি: 














